চুল পড়া বন্ধ করে চুল লম্বা করতে মেহেদি পাতার হেয়ার প্যাক

আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা সুদীর্ঘ হাঁটু পরিমান লম্বা চুল পছন্দ করেন। কিন্তু আমাদের পরিবেশ, আবহাওয়া এবং চারপাশের ধুলাবালি এবং চুলের প্রতি অযত্নের কারণে চুল পুষ্টিহীনতায় ভোগে ফলে চুল দ্রুত সময়ে লম্বা হয় না, পাতলা হয়ে যায় এবং চুল ঝরে পড়া বেড়ে যায়।
আজকে আমি আপনাদের জন্য সাথে মেহেদি পাতা কয়েকটি হেয়ার প্যাক শেয়ার করছি। এই হেয়ার প্যাক গুলোর যে কোন একটি ব্যবহার করলে চুল পড়া পুরুপুরি বন্ধ হয়ে চুল দ্রুত লম্বা হবে ।
চুল পড়া বন্ধ করে চুল লম্বা করার জন্য মেহেদি পাতার এই হেয়ার প্যাকগুলো কিভাবে তৈরি ও ব্যবহার করতে হবে চলুন তা দেখে নিই ।

চুল পড়া বন্ধ করে চুল লম্বা ও ঘন করতে মেহেদি পাতার হেয়ার প্যাকঃ

মেহেদি পাতা আর টক দই হেয়ার প্যাকঃ

ব্যবহৃত উপকরণঃ

২ টেবিল-চামচ মেহেদি পাতা গুঁড়ার পেস্ট
২ টেবিল চামচ টক দই
১ টি ডিমের সাদা অংশ
১ টেবিল-চামচ অপরিশোধিত নারিকেল তেল

হেয়ার প্যাক তৈরির প্রক্রিয়াঃ

দুইকাপ মেহেদি পাতা ভালোভাবে ধুয়ে ব্লেন্ড করে পেস্ট তৈরি করে নিন।
এবার একটি পরিষ্কার পাত্রে মেহেদি পাতার পেস্ট এর সাথে টক দই ,নারিকেল তেল এবং ডিমের সাদা অংশ ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি করে নিন দ্রুত চুল লম্বা করতে অত্যন্ত কার্যকরী মেহেদি পাতা আর টক দই এর হেয়ার প্যাক।

হেয়ার প্যাকটি চুলে ব্যবহারের প্রক্রিয়াঃ

মাথার ত্বকে চুলের গোড়ায় এবং সম্পূর্ণ চুলে হেয়ার ব্রাশ এর সাহায্যে মেহেদি পাতার হেয়ার প্যাক এর মিশ্রণকে লাগিয়ে নিন।
৫ মিনিট আলতোভাবে চুলের গোড়ায় ম্যাসাজ করুন।
এরপর শাওয়ার ক্যাপ পরে নিন বা পরিষ্কার কাপড়ের সাহায্যে চুল সমেত মাথা পেচিয়ে বেঁধে নিন।
এরপর আরো ৫ মিনিট অপেক্ষা করে প্রথমে ঠান্ডা জলে চুল ধুয়ে নিন।
এরপর ব্যবহারের শ্যাম্পু দিয়ে মাথা ভালোভাবে পরিষ্কার করে নিন।

মেহেদি পাতা আর আমলকির হেয়ার প্যাকঃ
ব্যবহৃত উপকরণঃ

আধা কাপ- মেহেদি পাতা গুঁড়া
২ টেবিল চামচ- আমলকী গুঁড়া
১ কাপ – কুসুম গরম পানি
২টি ভিটামিন ই

হেয়ার প্যাকটি তৈরির ও চুলে ব্যবহারের প্রক্রিয়াঃ

১। কুসুম গরম পানিতে মেহেদি পাতা গুঁড়া ও আমলকী গুঁড়া একসাথে ১০ থেকে ১২ ঘণ্টা ভিজিয়ে রাখুন ।
২। এরপ্অর এরসাথে ভিটামিন ই দুইটি এড করে ভাল করে মিশিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত মিশ্রণটি লাগিয়ে নিন।
৪৫ ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন ।

নোটঃ

১। হেয়ারপ্যাকটি মাসে ২ বার ব্যবহার করতে পারবেন ।
২। এই হেয়ারপ্যাকটি ফ্রিজে রেখে ব্যবহার করবেন না ।

মেহেদি , নারকেল তৈল ও অ্যালোভেরার হায়ার প্যাকঃ
ব্যবহৃত উপকরণঃ

১ কাপ- মেহেদি পাতা
২০ গ্রাম- এলোভেরা জেল
১/২ (আধা)কাপ- পানি
২ টেবিল চামচ- নারকেল তৈল

হেয়ার প্যাকটি তৈরির ও চুলে ব্যবহারের প্রক্রিয়াঃ

১। 20 গ্রাম অ্যালোভেরা পাতা নিয়ে এর উপরের আবরণটি তুলে ফেলে এটিকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে।
২। এরপর মেহেদি পাতা,অ্যালোভেরা পাতা ও পানি একসাথে নিয়ে ব্লেন্ড করে নিন ।
৩। ব্লেন্ড করার পর দুই চামচ নারকেল তেল অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন । খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মেহেদি পাতা নারকেল তেল এবং অ্যালোভেরা হেয়ার প্যাক।
৪। এটি তৈরি করার পর ব্রাশের সাহায্যে এটি চুলের মধ্যে লাগিয়ে নিন। চুলের মধ্যে লাগানোর পর 30 মিনিট অপেক্ষা করুন।
৫। 30 মিনিট পর ব্যবহারের শ্যাম্পু দিয়ে চুল ভালভাবে ধুয়ে ফেলুন

সতর্কতাঃ

এই প্যাকটি চুলে লাগিয়ে যখন অপেক্ষা করবেন তখন শাওয়ার ক্যাপ অথবা সুতির কাপড় মাথার মধ্যে দিয়ে রাখুন যেন হেয়ার প্যাক কি কোথাও লেগে না যায়।

মেহেদি পাতা, ডিম ও মধুর হেয়ারপ্যাকঃ

ব্যবহৃত উপকরণঃ

৪ টেবিল চামচ – মেহেদি পাতা গুড়া
১/২ (আধা)কাপ- পানি
১ টি – ডিম
২ টেবিল চামচ- মধু

হেয়ার প্যাকটি তৈরির ও চুলে ব্যবহারের প্রক্রিয়াঃ

১। মেহেদি পাতা গুড়া আধা কাপ পানির মধ্যে এক ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে । ২। এরপর এর মধ্যে ১ টি ডিম এবং 2 টেবিল চামচ মধু অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে । এটি পুরোপুরি মিশে গেলে তৈরি হয়ে যাবে মেহেদি পাতা , ডিম এবং মধুর হেয়ার প্যাক ।
৩। এরপর এটি ব্রাশের সাহায্যে চুলের মধ্যে লাগিয়ে নিন। চুলের মধ্যে লাগিয়ে 15 মিনিট অপেক্ষা করতে হবে।
৪। ১৫ মিনিট অপেক্ষা করার পর ব্যবহারের শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে হবে।

নোটঃ

বন্ধুরা আপনাদের কাছে যদি ডিম গন্ধ লাগে তাহলে আপনারা ডিম ব্যবহার না করে পারবেন ।
তবে এই হেয়ার প্যাকটির কার্যকর ফলাফল পাবার জন্য ডিম ব্যবহার করুন ।
চুলের যত্নে মেহেদি পাতার হেয়ার প্যাক গুলো ব্যবহারের আরো যে সকল উপকারিতা পাবেনঃ
চুলকে দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে।
চুলের গোড়ায় পুষ্টি যোগায়।
চুল পড়া রোধ করে।
খুশকি সম্পূর্ণরূপে দূর করে।
চুলের আগা ফাটা রোধ করে।
চুল ভেঙে যাওয়া রোধ করে।
নতুন চুল গজাতে সাহায্য করে।
চুলকে দ্রুত সময়ে ঘনকালো উজ্জ্বল এবং ঝলমলে হতে সাহায্য করে।
সিল্কি চুল পেতে সাহায্য করে।
চুল গ্রন্থিতে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে তুলে।

মেহেদি পাতার হেয়ার প্যাক ব্যবহারে চুলের জন্য গুরূত্বপূর্ণ কিছু টিপসঃ

১। মেহেদি পাতা মাথায় দেয়ার আগে চুলে তেল দেয়া ভালো।

২। অনেকেই নিজেদের চুলকে সুন্দর দেখানোর জন্য রং ব্যবহার করে থাকে অর্থাত চুল কালার করে থাকেন । চুলকে কালার করার জন্য আপনারা যদি বাজারের কোন রং অথবা পার্লারে গিয়ে চুলকে রং করে থাকেন তাহলে আপনারাই মেহেদি পাতার

হেয়ার প্যাক চুল কালার করার দুই থেকে তিন মাস পর ব্যবহার করবেন। চুল কালার করার দুই থেকে তিন মাস আগে যদি আপনারা এই হেয়ার প্যাক গুলো ব্যবহার করেন তাহলে আপনাদের চুলের ক্ষতি হতে পারে ।

৩। মেহেদি পাতা চুলে লাগিয়ে অনেক বেশি সময় রাখা উচিত নয় আবার খুব বেশি কম সময়ে রাখা উচিত নয়। মেহেদি পাতা চুলে লাগিয়ে কমপক্ষে 40 থেকে 45 মিনিট রাখাই ভালো । তা না হলে এটির যদি আপনারা অতিরিক্ত সময় রাখেন তাহলে অথবা এর কম সময়ে রাখলে অনেক পর্যাপ্ত ফলাফল পাবেন না ।

তবে কোন হেয়ার প্যাক এ যদি নির্দিষ্ট সময় উল্লেখ করা থাকে তাহলে এর কার্যকারিতা পাবার জন্য ঐ হেয়ার প্যাকটি সেই নির্দিষ্ট সময় চুলে রাখা উচিত।

৪। মেহেদি পাতা চুলে লাগানোর সময় আমাদের খেয়াল রাখতে হবে আমাদের কান ঘাড়ে এবং গলায় যেন এর রং ছড়িয়ে না পড়ে । এর জন্য আমাদের কান, ঘাড় ও গলায় কাপড় দিয়ে ঢেকে রাখা উচিত যাতে করে এর রং না লাগে।
এটি ব্রাশের সাহায্যে লাগালে ভালো, আর যদি আপনারা হেয়ার প্যাক হাতে লাগান তাহলে হাতে এর রং না লাগার জন্য গ্লাভস লাগিয়ে নিবেন ।

৫। আমাদের সবার ত্বক একরকম নয় । তাই এই হেয়ার প্যাক গুলোর মধ্যে যদি কোন হেয়ার প্যাক ব্যবহারের আপনাদের অ্যালার্জির সমস্যা হয় তাহলে সেই হেয়ার প্যাক টি ব্যবহার করা থেকে বিরত থাকুন অথবা হেয়ার প্যাক এর মধ্যে কোন নির্দিষ্ট উপাদানের যদি আপনাদের অ্যালার্জি থাকে তাহলে সেই উপাদানটিও হেয়ার প্যাকে ব্যবহার করা থেকে বিরত থাকবেন।

বন্ধুরা আপনাদের সাথে চুল পড়া বন্ধ করে চুল ঘন করার জন্য অনেকগুলো মেহেদি পাতার হেয়ার প্যাক শেয়ার করলাম। আপনারা আপনাদের চুলের ধরন এবং আপনাদের পছন্দ অনুযায়ী হেয়ার প্যাক ব্যবহার করুন। আপনারা যদি নিয়মিত এই হেয়ার প্যাক গুলো ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের চুল পড়া বন্ধ হয়ে চুল হবে ঘন কালো এবং স্বাস্থ্যোজ্জ্বল।

Leave a Comment