আজ আমি আপনাদের সাথে আলোচনা করব মধুর উপকারিতা নিয়ে। মৌমাছি বিভিন্ন গাছের ফুলে ফুলে ঘুরে রেনু সংগ্রহ করে এবং তা থেকে মধু উৎপাদন করে। এক ফোটা মধুর জন্য একটা মৌমাছি অনেক গুলা ফুল থেকে মধু সংগ্রহ করে।
প্রকৃতি থেকে যত ধরনের খাদ্য আমরা গ্রহণ করে থাকি,তার মধ্যে অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ এবং হাজার রোগের প্রতিষেধক হচ্ছে এই মধু।
মধুর উপকারিতাঃ
ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মধুর গুনাগুন সম্পর্কে হাদিসে অনেকবার বলেছে এবং বিভিন্ন সাহাবীদের মধু যে বিভিন্ন রোগের প্রতিরোধের উপায় তা তিনি বারবার তাগিদ দিয়েছেন।
সর্দি কাশির সমস্যা দূর করতে মধুর উপকারিতাঃ
যাদের সর্দি কাশির সমস্যা তা থেকে মুক্তি পেতে আপনারা চাইলে মধু কে আপনাদের নিয়মিত সঙ্গী বানাতে পারেন। এতে আপনারা উপরোক্ত সমস্যা থেকে লাঘব হবেন।
প্রাচীনতম প্রসাধনী হিসেবে মধুর উপকারিতাঃ
শরীরের রোগ ও চর্চার একটি প্রাচীনতম প্রসাধনী হিসেবে সেই প্রাচীনকাল থেকে মধু ব্যবহৃত হয়ে আসছে। মেয়েরা তাদের সৌন্দর্য বর্ধনের একটি অনন্য প্রসাধনী হিসেবে মধু ব্যবহার করে থাকে।
এখনো পর্যন্ত বৈজ্ঞানিক প্রসাধনীতে প্রধান উপকরণ হিসাবে এই মধু ব্যবহার করা হয়। মধু দিয়ে প্যাক তৈরি করে মেয়েরা রূপচর্চা করে থাকে। এতে করে অনেক ভালো ফলাফল পাওয়া যায়। শরীরের বিভিন্ন ধরনের ডাকসার্কেল অথবা সূর্যের ক্ষতিকর রশ্মির কারণে পোড়ে যাওয়া চামড়া মধু ব্যবহারের কারনে দূর হয়ে যায়।
শিশুদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়াতে মধুর উপকারিতাঃ
শিশুদেরকে মায়ের বুকের দুধের সাথে মধু মিক্স করে খাওয়ালে শিশুদের বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করার ক্ষমতা বেড়ে যায়। যেকোনো ধরনের রোগ সহজে শিশুদের আক্রমণ করতে পারে না।
মধু যক্ষা রোগের প্রতিষেধক হিসাবে কাজ করেঃ
পেঁয়াজের রসের সাথে মধু মিক্স করে খাওয়ালে যক্ষা রোগের মত রোগ কিন্তু খুব সহজে দূর হয়ে যায়। এই উপকরণ টি মিনিমাম ২মাস খেতে হবে।
হজমের সমস্যা দূর করতে মধুর উপকারিতাঃ
যাদের হজমে সমস্যা তারা কিন্তু খাবার পরে সামান্য পরিমাণ মধু খেলে হজমের সমস্যা দূর হয়। আর যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তারা গোল মরিচের গুড়ার সাথে সামান্য পরিমাণ মধু মিশ্রিত করে নিয়মিত খেলে তাদের আর গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগে না। এটি ভাল কার্যকরী প্রতিষেধক হিসেবে কাজ করে থাকে।
আমাশয় রোগ প্রতিরোধ করতে মধুর কার্যকারিতাঃ
আমাশয় রোগ প্রতিরোধ করতে মধু কিন্তু অনেক বেশি কার্যকরী। কুল বা বড়ই গাছের ছাল গুড়ো করে তার সাথে মধু মিক্স করে খেলে আমাশয় রোগ ভালো হয়। অথবা আম গাছের কচি পাতা গুড়ো করে তার সাথে মধু মিক্স করে খেলে আমাশয় রোগ দূর হয়ে যায়।
আলসারের সমস্যা দূর করতে মধুর উপকারিতাঃ
যাদের আলসারের সমস্যা রয়েছে তারা কিন্তু মধু খাওয়ার অভ্যাস নিয়মিত করবেন। যাদের ডায়াবেটিস রয়েছে যারা মিষ্টি খেতে পারেন না তারা মিষ্টির অল্টারনেটিভ হিসাবে কিন্তু খুব কার্যকরী। এটি রক্তের সুগার লেভেল ঠিক রাখে।
প্রকৃতি থেকে সংগৃহীত উপকরণের মধ্যে মধু হল এমন একটি উপাদান যা কখনো নষ্ট হয় না। সারাজীবন আপনি এটি সংগ্রহ করে নিজের কাছে রেখে দিতে পারেন।
তাহলে বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন মধু আমাদের জন্য কতটুকু কার্যকরী এবং কত ধরনের রোগের প্রতিষেধক হিসেবে মধু ব্যবহৃত হয়ে থাকে। তাহলে আমরা সকল মধুর কার্যকরী গুনাগুন সম্পর্কে আপনারা অনুষ্ঠিত হয় এর যথাযথ ব্যবহারের সোচ্চার হবেন। ধন্যবাদ