চুল পড়া বন্ধ করে চুল লম্বা করতে এলোভেরার ৪ টি হেয়ার প্যাক

চুল পড়ার সমস্যা যেন সবার কমন সমস্যা। মানসিক চাপ, জিনঘটিত কারণ, কেমিক্যাল ট্রিটমেন্ট, আয়রনের অভাব এবং স্টাইলিং টুলের অতিরিক্ত ব্যবহারই চুল ওঠার মূল কারণ।

সারা দিনে 50 থেকে 100টা চুল ওঠা স্বাভাবিক, তার চেয়ে বেশি চুল উঠলে অবশ্যই সচেতন হতে হবে। এ সমস্যা থেকে সমাধান পাবার জন্য অনেকে অনেক কিছু ব্যবহার করেছেন । আর সে ব্যবহারে যদি আপনারা কোনভাবেই ভাল ফলাফল না পেয়ে থাকেন তাহলে আমার দেওয়া এই হেয়ার প্যাক গুলোর মধ্যে যেকোনো একটি হেয়ার প্যাক ব্যবহার করে দেখতে পারেন ।

এই প্যাকগুলো চুল পড়া বন্ধ করতে সাহায্য করবে এবং চুল পড়া বন্ধ করার পাশাপাশি এটি চুলের খুশকি দূর করবে, চুলকে লম্বা করবে এবং চুলকে ঘন করে তুলবে।

বন্ধুরা আপনারা চুল পড়া বন্ধ করার জন্য হেয়ার প্যাক গুলো নিয়মিত ব্যবহার করতে হবে।
চলুন দেখে নিই চুল পড়া বন্ধ করার জন্য এই প্যাকগুলো কে কিভাবে তৈরি করতে হবে এবং ব্যবহার করতে হবে ।

হেয়ার প্যাক- ১

উপাদানঃ

১ কাপ- এলোভেরা জেল
২ টি – ভিটামিন ই
১ চামচ – মধু

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ

প্রথমে কয়েকটি অ্যালোভেরা পাতা নিয়ে এর উপরের খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে অ্যালোভেরা গুলোকে ব্লেন্ড করে নিতে হবে ।

অ্যালোভেরা ব্লেন্ড করার পর এক কাপ পরিমান অ্যালোভেরা নিয়ে একটি বাটির মধ্যে নিন।
এবার এর সাথে এড করুন দুটি ভিটামিন ই ও এক চামচ মধু ।

এরপর এটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে । এটি খুব ভাল করে মিশিয়ে নেবার পর তৈরি হয়ে যাবে অ্যালোভেরার হেয়ার প্যাক ।

এটি তৈরি করার পর ব্রাশের সাহায্যে এটিকে চুলের মধ্যে লাগিয়ে নিন । চুলের মধ্যে লাগিয়ে একটি শাওয়ার ক্যাপ অথবা সুতির কাপড় দিয়ে মাথা ঢেকে রাখুন ।

আর 15 মিনিট অপেক্ষা করুন 15 মিনিট অপেক্ষা করার পর ব্যবহারের শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিবেন ।

কাজ করার কারণঃ

এলোভেরা জেলঃ

অ্যালোভেরায় প্রচুর পরিমাণে প্রোটিয়োলাইটিক এনজাইম থাকে,যা আমাদের স্ক্যাল্পের ড্যামেজকে সারিয়ে তুলতে পারে। যার ফলে চুলের গুড়ায় পুষ্টি হয় এবং চুলও খুব তাড়াতাড়ি লম্বা হতে শুরু করে।
ভিটামিন ইঃ
ভিটামিন ই চুলের গুড়ায় পুষ্টি জুগিয়ে চুলকে মজবুত করে তুলবে। যার ফলে চুল পড়া কমে যায় ।
মধুঃ
মধু চুলকে প্রাকৃতিক ভাবে কন্ডিশনিং করে চুলকে নরম ও সিল্কি বানায় ।

হেয়ার প্যাক- ২

উপাদানঃ

৩ চামচ – এলোভেরা জেল
২ চামচ- পেঁয়াজের রস
১ চামচ- অলিভ অয়েল

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ

প্রথমে একটি পরিষ্কার বাটির মধ্যে তিন চামচ অ্যালোভেরা জেল 2 চামচ পেঁয়াজের রস ও এক-চামচ অলিভ অয়েল নিয়ে খুব ভালো ভাবে মিশিয়ে নিন ।

এটি মিশে যাবার পর হাতের তালুর সাহায্যে খুব ভালোভাবে চুলের মধ্যে লাগিয়ে নিন । যেভাবে আমরা নারিকেল তেল চুলের মধ্যে লাগায় ঠিক সেইভাবে এটি চুলের মধ্যে লাগিয়ে নিতে পারবেন ।

এটি লাগিয়ে চুলকে 5 মিনিট ম্যাসাজ করুন অর্থাৎ মাথার তালুতে 5 মিনিট ম্যাসাজ করতে হবে।

5 মিনিট ম্যাসাজ করার পর এটি আরও 15 মিনিট চুলের মধ্যে রেখে দিন।]

15 মিনিট চুলের মধ্যে রেখে দেয়ার পর চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে নিবেন ।

নোটঃ

আপনারা যদি বাজারের অ্যালোভেরা জেল ব্যবহার করতে চান ব্যবহার করতে পারেন । তবে সবচেয়ে বেশি ভালো হয় গাছের অ্যালোভেরা পাতা নিয়ে এটিকে ব্লেন্ড করে জেল তৈরি ব্যবহার করলে।
কাজ করার কারণঃ

পেঁয়াজের রসঃ

পেঁয়াজের রস স্কাল্পে নতুন চুল গজানোর জন্য ট্রিটমেন্ট হিসেবে কাজ করে।
পেঁয়াজের রস ব্যবহারের ফলে নতুন চুল গজানোর সাথে সাথে চুলপড়া যেমন কমবে , তেমনি চুলের গোড়াও শক্ত হবে।
আর খুশকি দূর করার জন্য পেঁয়াজের রস সবচেয়ে দ্রুত ও কার্যকরভাবে কাজ করে।

অলিভ অয়েলঃ

চুল এবং স্কাল্পের জন্য ব্যাকটেরিয়া একটি বড় সমস্যা। যার ফলে চুল পড়ে যায় এবং খুশকি দেখা দেয়। অলিভ অয়েলে আছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি–ফাংগাল প্রপার্টিস যেটি মাথার তালুতে ড্যানড্রফ অর্থাৎ খুশকি হতে দেয় না।এবং এটি হেয়ার গ্রোথ বাড়িয়ে চুলকে লম্বা করে তুলবে ।

হেয়ার প্যাক- ৩

উপাদানঃ

২ চামচ – এলোভেরা জেল
১টি- ডিমের কুসুম
১ চামচ- টকদই

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ

এই হেয়ার প্যাকটি তৈরি করার জন্য প্রথমে একটি পরিষ্কার বাটি নিতে হবে । এবার এরমধ্যে একটি ডিমের কুসুম নিতে হবে। ডিমের সাদা অংশ আলাদা করে নিবেন এবং কুসুমটিই শুধু বাটির মধ্যে নিবেন।
এখন এর সাথে এড করে দিন টক দই ।
ডিমের কুসুম এবং টক দই খুব ভালোভাবে মিশিয়ে নিন।
ডিমের কুসুম এবং টক দই মিশে গেলে এর সাথে এড করে নিতে হবে অ্যালোভেরা জেল।
অ্যালোভেরা জেল এড করার পরে আরো ভালোভাবে মিশিয়ে নিন।
তিনটি উপাদান মিশে যাবার পর এটিকে ব্রাশের সাহায্যে মাথার তালুর মধ্যে লাগিয়ে নিন ।
এটি লাগিয়ে 15 মিনিট অপেক্ষা করুন । 15 মিনিট পর আপনারা ব্যবহারের শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিবেন।

কাজ করার কারণঃ

ডিমের কুসুমঃ

চুলের যত্নের জন্য আমরা কত কিছুই না ব্যবহার করি। কত রকমের প্রোডাক্ট, কত শ্যাম্পু! কিন্তু আমাদের মনের মতো ফল কিছুতেই পাই না। আর তখনই আমরা মুখ ফেরাই সেই চিরাচরিত ঘরোয়া উপাদানের দিকে। আর চুলের যত্নে সবার আগে মনে পড়ে যে উপাদানের কথা সেটা হল ডিম।আজ পর্যন্ত ডিম চুলের জন্য ব্যবহার করেননি এমন মহিলার সংখ্যা পাওয়া খুব কঠিন।

হ্যাঁ, খানিক গন্ধ আছে বটে, কিন্তু সেটা সহ্য করলে যে উপকারটি পাওয়া যায় তার তুলনা নেই।

আসুন আজ তাহলে দেখে নিই চুলের জন্য ডিম কেন উপকারী আর কীভাবেই বা ডিম চুলের জন্য আপনারা ব্যবহার করবেন নিয়ম করে।প্রথমেই বলা ভালো যে ডিমের সাদা অংশ আর কুসুম মানে হলুদ অংশ- দুটোই কিন্তু উপকারী। সবচেয়ে বেশি উপকারী অবশ্য কুসুম। এতে মূলত আছে প্রোটিন, যেমন বায়োটিন, ফলেট। এছাড়া আছে ভিটামিন এ আর ডি। আছে ভিটামিন ই।ভিটামিন মূলত চুলের ড্যামেজ থেকে চুলকে রক্ষা করে। চুলকে শুষ্ক হওয়া থেকে আটকায় আর চুলের ময়েশ্চার ধরে রাখে। আর বায়োটিন, ফলেট চুলের বৃদ্ধির জন্য খুবই দরকারী।আর দরকার আয়রন কারণ আয়রন কোষের জন্ম দিতে সাহায্য করে। সে ক্ষেত্রে ডিমে থাকা আয়রন কিন্তু স্ক্যাল্পে কোষের জন্ম দেবে। অর্থাৎ আপনার চুলের সার্বিক স্বাস্থ্যের জন্য ডিম ব্যবহার করা খুবই দরকার।

টকদইঃ

দইয়ে মধ্যে ল্যাকটিক অ্যাসিড আছে যা মাথায় জমে থাকা মৃত কোষ দূর করে, ফলে চুলের গোড়া মজবুত হয় এবং চুল লম্বা করতেও সাহায্য করে ।

হেয়ার প্যাক- ৪

উপাদানঃ

আধা কাপ – এলোভেরা জেল
২ চামচ – নারকেল দুধ
১ চামচ- কালজিরার তৈল

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ

এই হেয়ার প্যাকটি তৈরি করার জন্য প্রথমে নারকেল কুরিয়ে এটিকে ব্লেন্ড করে নারকেলের দুধ বের করে নিন । যাদের কাছে ব্লান্ডার নেই তারা শিলনোড়ায় এটিও নারকেলের দুধ তৈরি করে নিতে পারবেন ।

এরপর একটি পরিষ্কার বাটি নিতে হবে । এবার এরমধ্যে উপাদান তিনটি একসাথে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
তিনটি উপাদান মিশে যাবার পর এটিকে ব্রাশের সাহায্যে মাথার তালুর মধ্যে লাগিয়ে নিন ।

এটি লাগিয়ে 15 মিনিট অপেক্ষা করুন । 15 মিনিট পর আপনারা ব্যবহারের শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিবেন।

কাজ করার কারণঃ

নারকেল দুধঃ

ভালো কন্ডিশনারের সব ক’টি গুণ ভরপুর নারকেলের দুধ।, যা চুলের সুস্বাস্থ্য বজায় রাখতে অনেক ভাল কাজ করে | এটি মাথার ত্বক আর চুলের পুষ্টি জোগাতেও সহায়তা করে | এটি মাথার ত্বকের একদম ভেতর পর্যন্ত যায়,যার ফলে চুল ভেতর থেকে সম্পূর্ণ পুষ্টি পেয়ে যায়।

কালজিরার তৈলঃ

কালজিরার মধ্যে ১০০টিরও বেশি নিউট্রেন্ট রয়েছে যা মাথায় নতুন চুল গজিয়ে চুলকে ঘন করবে ও চুলকে খুব দ্রুত লম্বা করে তুলবে।

আজ আমি চুল পড়া বন্ধ করার জন্য আপনাদের সাথে চারটি হেয়ার প্যাক শেয়ার করলাম । আপনারা আপনাদের উপকরণের যুগান অনুযায়ী যে কোন একটি হেয়ার প্যাক ব্যবহার করতে পারবেন ।
যেকোনো একটি হেয়ার প্যাক ব্যবহার করলে আপনারা ভাল ফলাফল পাবেন।

Leave a Comment