দাড়ির উপকারিতা :কেন ছেলেরা দাড়ি রাখবে এবং এর উপকারিতা গুলো কি কি?

আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি দাড়ির উপকারিতা নিয়ে।
চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যায়……

কেন ছেলেরা দাড়ি রাখবে এবং এর উপকারিতা গুলো কি কিঃ

সর্বপ্রথম দাড়ি রাখার যে উপকারিতা গবেষণায় উঠে এসেছে তা হলো………

দাড়ি রোগ জীবাণু থেকে ছেলেদের ত্বক কে রক্ষা করেঃ

ছেলেদের ত্বকে বিভিন্ন ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া আক্রমণ করলে দাড়িরমাধ্যমে তা বাধাপ্রাপ্ত হয়, ফলে মুখের মধ্যে এটা যেতে পারে না। এতে করে বিভিন্ন ধরনের রোগ জীবাণুর আক্রমণ থেকে শরীরকে নিরাপদ রাখে।
দাড়ি সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে ত্বক কে রক্ষা করেঃ
দাড়ি থাকার কারনে সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি সরাসরি মুখের উপর পড়তে পারে না।এতে করে ত্বক অনেক বেশি নিরাপদে থাকে।

খুব সহজেই ধর্মীয় পরিচয় পাওয়া যায়ঃ

দাড়ি রাখার অন্যতম সুবিধা হলো, খুব সহজেই ধর্মীয় পরিচয় পাওয়া যায়। যারা দাড়ি রাখে এবং রাসূল সাল্লাল্লাহু আলাই সালাম এর সুন্নত মেনে দাড়ি রাখে তাদের খুব সহজে জাতিভেদ করা যায়। হিন্দুএবং মুসলমানদের মধ্যে আলাদা পরিচিতি লাভ করা যায়। কারণ দাড়ি রাখা ইসলাম ধর্ম মতে রাসূলের সুন্নাত।
আর এ জন্য প্রত্যেকটি মুসলমান পুরুষ দাড়ি রাখে। এতে করে খুব সহজেই মুসলমান চিহ্নিত করা যায়।
অপরিচিত কোন জায়গায় মারা গেলে শুধু দাড়ির মাধ্যমে তার পরিচিতি লাভ করে থাকে। মুসলমান ধর্ম মতে কবর দেওয়া হয়ে থাকে।

ছেলেদের যৌন শক্তির ক্ষেত্রে দাড়ির ভূমিকাঃ

এছাড়াও দাড়ি ছেলেদের যৌন শক্তির ক্ষেত্রে কিন্তু সরাসরি প্রভাব রাখতে পারে। যেমন মিলনের সময় দাড়ি কিন্তু আলাদা একটা যৌন শক্তি দিতে পারে, অথবা আলাদা একটি কামনা-বাসনা বিপরীত লিঙ্গকে দিতে পারে। তাই যৌন সঙ্গমের ক্ষেত্রেও দাড়ি অনেক গুরুত্ব রাখে।

দাড়ির মাধ্যমে ক্যান্সার হওয়ার প্রবণতা হ্রাস পায়ঃ

দীর্ঘদিন ধরে দাড়ি রাখার অভ্যাস গড়ে তুলতে পারলে শরীরের ত্বকে বিভিন্ন ধরনের ক্যান্সার হওয়ার প্রবণতা হ্রাস পায়। এতে করে শরীর সুস্থ থাকে।
মুখে দাড়ি থাকলে অনেক অন্যায় পাপাচার থেকে নিজেকে সংযত রাখা যায়ঃ
মুখে দাড়ি থাকলে অনেক অন্যায় পাপাচার থেকেও নিজেকে

সংযত রাখা যায়। কারণ এটি একটি ধর্মীয় সিম্বল, এই কারণে অনেক অপরাধ থেকে নিজেকে দমন করে রাখা যায়।

অ্যাজমা বা এলার্জির সমস্যা দূর করতে দাড়ির ভূমিকাঃ

যাদের অ্যাজমা বা এলার্জির সমস্যা হয় ধুলাবালি থেকে, তারা কিন্তু দাড়ি রাখার মধ্য দিয়ে এই ধরনের সমস্যা থেকে রেহাই পেতে পারে।

কারণ দাড়ি রাখার মাধ্যমে বিভিন্ন ধরনের ধুলাবালি নাকে বা শরীরে প্রবেশ করতে পারে না। এতে করে আমাদের শরীর অনেক নিরাপদে থাকে।

দাড়ি রাখার কারণে টাকা-পয়সা সেভ হয়ঃ

দাড়ি রাখলে টাকা-পয়সা ও সেভ করা যায়। নিয়মিতভাবে ক্লিন শেভ করতে গেলে অনেক টাকা খরচ করতে হয় এবং অনেক সময় নষ্ট হয়। আর এই থেকে বাঁচার উপায় হিসেবে আপনারা যদি দাড়ি রেখে দেন তাহলে খরচ ও সময় যেমন বাঁচবে, তেমনি আপনাকে দেখতে অনেক সুন্দর ও স্মার্ট লাগবে।

Leave a Comment